সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Monday, September 29, 2014
আমন্ত্রণ
চারাগাছটা আলোতে চোখ মেলল বাতাসে দুহাত ছড়াল তারপর মাথার উপর নীলাকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল-
No comments:
Post a Comment