সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Monday, September 29, 2014
খোঁজা
তোমার দিকে তাকিয়ে
থাকব সারাদিন-
এই ভেবে যেই চোখ খুলি,
কই! তুমি কোথায়? সারাদিন এ পাড়া ও
পাড়া খুঁজে ক্লান্ত হয়ে
সন্ধ্যেবেলা যেই বসলাম,
অমনি আমার বুকে এক খোঁচা
"সারাদিন কোথায় খুঁজছিলি বোকা?"
No comments:
Post a Comment