সহমর্মিতাই আমার ঈশ্বর!
সেই শক্তিতেই আমি তোমার সামনে
সেই অস্তিত্বেই জগৎ আমার সামনে।
যখন আমি তোমার পাশে নেই
তখন ঈশ্বরও আমার বুকে নেই
মাথায় নেই, কাজে নেই, বাক্যে নেই।
আমার বুকে তখন গ্রহণ, 'আমি'র গ্রহণ
আমার ঈশ্বরকে ঢেকে।
আমার ঈশ্বর নাস্তিককেও ছোঁয় পরম আদরে
যখন সে ক্ষুধার্তের সামনে আনে খাবার
আমার ঈশ্বর পরম আস্তিকের থেকেও
থাকেন মুখ ঘুরিয়ে
যখন সে সহানুভুতিতে দেয় শিকল।
আমার ঈশ্বর কাঙালের মতো
হৃদয়ের দ্বারে দ্বারে প্রবেশাধিকার চাইছেন
আমার ঈশ্বর চোখের জলে বুকের বেদ
লিখবেন বলে কলম খুঁজে বেড়াচ্ছেন
আমার ঈশ্বর অভিশাপ দেন না
যন্ত্রণা দেন
আমার ঈশ্বর বর দেন না
হৃদয়জোড়া মাঠ বানিয়ে দেন।
(ছবিঃ সুমন দাস)

No comments:
Post a Comment