Monday, September 22, 2014

কিছু কি হয়েছে তোমার?

সারারাত কিছু বললে না।
সকালে বললে, "আসছি", চলে গেলে।
আমি রাতের পর রাত তোমার ফেরার অপেক্ষায়।
ওই সর্ সর্ শব্দ!
এসেছ?
 
না। পাতা পড়ার আওয়াজ।
রাতের আকাশে তারার বাজার
একলা ছাদে পায়চারি করি।
ঠুং! - ওই কার আওয়াজ!
আসলে?
কার্নিশ ধরে নীচে তাকাই
না। রাতের পাহারাদার।
ছাদে শুয়ে, হাতের উপর রাখি মাথা
তোমার আসার ছবি মনের অলিন্দে।
বুকের মধ্যে দু:স্বপ্নের গ্রহন,
তোমার চোখ দুটো কোথায়?
মাথার মধ্যে কিসের ঝলকানি?
এসেছ?
 
না। তারা খসার আলো।
রাতের পর রাত এভাবেই কাটে, একলা।
ঘুম চেরা অপেক্ষায়,
আর হলুদ অশ্বত্থ পাতার বিষন্নতায়
চারপাশে দমবন্ধ নীরবতা।
মাঝে মাঝে রাতের পাখির ডাক।

আসবে নিশ্চই, কিছু কি হয়েছে তোমার?

No comments:

Post a Comment