Tuesday, September 23, 2014

লুপ্ত



ভোরের শিশির মিলাচ্ছে পদ্মের গা থেকে
ধীরে ধীরে, সূর্য্যতাপে।

পদ্ম কেঁদে বলল, "এই কি শেষ?"

শিশির হেসে বলল,
"আমি তোমার রাতের সাধনার ফল।
দিনের আলোয় লুপ্ত থাকাই ভাল।"

পদ্ম বলল, "দিনের বেলায় থাকবে কোথায় লুকিয়ে?"
শিশির বলল, "থাকব তোমার ব্যাকুল চাওয়ায় মিলিয়ে।"


(ছবিঃ সুমন দাস)

No comments:

Post a Comment