Saturday, September 27, 2014

যাবি?

ভাবছি বেরোই
একা না তোকেও নেব, চল।

কোথাও যায় যে রাস্তা
সে রাস্তায় হাঁটব না।
যে রাস্তার শুধুই দু-ধার আছে,
 
খাদ আছে, চড়াই- উতরাই আছে,
কিন্তু গন্তব্য নেই, সেই রাস্তায় হাঁটব।

চলতে চলতে এমন সুর খুঁজব, যে সুর মেলে
                        দু'জনের সাথেই।
সে হোক না ছড়ার সুর কিম্বা একান্ত মেঠো সুর।

সেই ব্যাথা খুঁজব, যে ব্যাথা চিনি দুজনেই -
        জিভ কামড়ে ফেলার ব্যাথার মত,
        বা পড়ে গিয়ে নুন ছাল ওঠার যন্ত্রণার মত।

যদি মিল পেলাম তো ভাল।
আর যদি না পেলাম,
         পিছনে রইলই তো পড়ে
                ফিরে যাওয়ার পথ।

                        ফিরে যাস।

No comments:

Post a Comment