Sunday, June 22, 2014

চলা

ফিরব বলে পথের ধারে একলা দাঁড়ালাম।
ফেরা হল না।
পথের চারিদিকে তুললাম পাঁচিল,
জানলাও রাখলাম না।
কেউ ডাকলে সাড়া দিতাম না।
পাখির ডাক, দিনের আলো সব কিছু থেকে বাঁচিয়ে রাখলাম নিজেকে।
মনে হল সব কিছুকে রেখেছি থামিয়ে।
বেশ লাগল, দিন কাটল।

হঠাৎ একদিন বুকে ভীষণ ব্যাথা।
দেখি পথ, সব পথ বন্ধ দেখে আমার বুকের মধ্যে বানিয়েছে রাস্তা।
কত লোক সে পথে।
আমি ছুটে গিয়ে জিজ্ঞাসা করলাম তাদের একজনকে,
এ রাস্তা গেছে কোথায়?
সে বলল, কি জানি।
আমি বললাম যাচ্ছ কোথায়, আসছই বা কোথা থেকে?
সে বলল, জানি না তো।
সে চলে গেল।
আমি ফিরে এসে দেখি সব পাঁচিল গেছে ভেঙে।
পাখিতে, পশুতে, তরুতে, মানুষে
সারে সারে চলেছে কোথায়।
বুকের ভিতরটা নেচে উঠল,
পৌঁছাবার কথা তো দিই নি কাউকে,
 
চলার কথা ছিল।
ওদের চীৎকার করে বললাম -
দাঁড়াও আমি আসছি,
আমি আসছি।
 

আমি যাচ্ছি।

No comments:

Post a Comment