Friday, June 6, 2014

চক্র

সকাল থেকে রাত্রি কয়েকটা ধাঁদা
সমাধান করতে হয়।
কিছু মেলে, কিছু মেলে না
কিছু থেকে যায় অসমাপ্ত,
হয়তো কোনোদিন মিলবে, হয়ত বা না।
মৃত্যুর কোলে মাথা রেখেই আসবে জন্ম,
এদের বৈপরীত্য বেয়েই খুঁজতে হবে মিল।
গোঁজামিল দিলে আবার শুরু মাঝপথ থেকে।
এ সব কিছুর অন্ত কোথায় জানি না।
শুধু জানি থামা মানেই বিনাশ।

সকাল থেকে রাত্রি কিসের ছন্দ।
কয়েকটার সাথে দিতে পারি তাল
কিছু রয়ে যায় অধরা, অশ্রুত।
হয়তো কোনোদিন পারব, হয়তো বা না।
জীবন মৃত্যুর ছন্দ শুনি ফাঁকের পর সম।
এখোনো পারিনি বুঝতে তার লয়।
গোঁজামিল দিলে হবে আকস্মিক ছন্দপতন।
এসব কিছুর অন্ত কোথায় কি জানি।
শুধু জানি ছেদ মানেই তা বিনাশ।

এ ছন্দে আর ধাঁদায় আটকে আমার জীবন।
মিলে অমিলে অসামঞ্জস্যতায় ভরা।
তবু ভাল।
 
যখন দেখি রাতের আকাশ শুধুই নয় কালো।
জানা অজানা তারার আলোয় ভরা।

No comments:

Post a Comment