Tuesday, June 10, 2014

কেউ ডাকে না

কে ডাকছে?
কেউ না।
 
আজকাল বড় কেউ ডাকে না কাউকে।
প্রয়োজন শুধু ছিনিয়ে নিতে আসে।
তাকে কি ডাক বলা যায়?
না বোধহয়!
ডাক জন্মায় অন্তরের শুণ্যতা থেকে,
পূর্ণ হয় ডেকে।
 
যেমন গাভী ডাকে বাছুরকে
প্রয়োজনের চেয়ে গভীর দরকারে।
আজ অন্তরের সেই শূন্যতাবোধ চাপা পড়ে নানান নেশায়,
অনাবশ্যক আবর্জনায়।
অজন্মা ডাকগুলো হানা দেয় ঘুমের ঘোরে দু:স্বপ্নে।
সে বিভীষিকা থেকে পরিত্রাণের পথ আসে ঘুমের ওষুধে বা রাতের ব্যভিচারে।
ডাকলে হয়তো অন্যরকম হত।
হয়তো লিখতে হতনা কিছু সুইসাইড নোট,
বা হয়তো অনেক শৈশব পেত আলোর পথ।
কিম্বা অনেক যৌবন পেত নিজেকে প্রমাণ করার সুযোগ।
কল্পনা? হয়তো বা।
তবু বলি, মানুষের শেষ আশ্রয় মানুষের ডাকেই-
মুখ ফেরানো উদাসীনতায় নয়।

No comments:

Post a Comment