বাইরের নিষ্ঠুরতা দেখে আতঙ্কে শিউরে উঠে
বললাম, "হা
ঈশ্বর দেখতে পাচ্ছ না!"
ভিতরে দেখলাম কি চরম সহ্য শক্তি মানুষের,
বললাম, "হা ঈশ্বর আর কত?"
ইঙ্গিত আসল মহাকালের।
তাতে দেখলাম-
লড়াই চলবে
থামবে
আবার নতুন করে গড়বে।
এই তো ইতিহাসের আবর্তন।
তাতে পিষ্ট আর পুষ্ট নর নারী যুগে যুগে
কালে কালে-
নির্বিকার, নিরুত্তাপ, উদাসীন।
নির্বাক আমি, উদ্বিগ্ন আমি।
তবু আশা রাখি-
ওরা থামবে।
ভিতরে দেখলাম কি চরম সহ্য শক্তি মানুষের,
বললাম, "হা ঈশ্বর আর কত?"
ইঙ্গিত আসল মহাকালের।
তাতে দেখলাম-
লড়াই চলবে
থামবে
আবার নতুন করে গড়বে।
এই তো ইতিহাসের আবর্তন।
তাতে পিষ্ট আর পুষ্ট নর নারী যুগে যুগে
কালে কালে-
নির্বিকার, নিরুত্তাপ, উদাসীন।
নির্বাক আমি, উদ্বিগ্ন আমি।
তবু আশা রাখি-
ওরা থামবে।
No comments:
Post a Comment