Monday, July 28, 2014

আবর্তন

বাইরের নিষ্ঠুরতা দেখে আতঙ্কে শিউরে উঠে

বললাম, "হা ঈশ্বর দেখতে পাচ্ছ না!"

ভিতরে দেখলাম কি চরম সহ্য শক্তি মানুষের,
বললাম, "হা ঈশ্বর আর কত?"

ইঙ্গিত আসল মহাকালের
তাতে দেখলাম-

লড়াই চলবে
থামবে
আবার নতুন করে গড়বে

এই তো ইতিহাসের আবর্তন

তাতে পিষ্ট আর পুষ্ট নর নারী যুগে যুগে
কালে কালে-
নির্বিকার, নিরুত্তাপ, উদাসীন 

নির্বাক আমি, উদ্বিগ্ন আমি
তবু আশা রাখি-
ওরা থামবে

No comments:

Post a Comment