বাঁচার জন্য পয়সা লাগে,
লাগেই তো।
তাই তো কবীর তাঁত বুনেছেন,
যীশু, চৈতন্য, বুদ্ধ ভিক্ষা করেছেন।
লাগেই তো।
তাই তো কবীর তাঁত বুনেছেন,
যীশু, চৈতন্য, বুদ্ধ ভিক্ষা করেছেন।
বাঁচার জন্য পয়সা লাগে, সত্যিই তো ,
তবে এঁরা কেউ অর্থের জন্য বাঁচেন নি-
অর্থ নিয়ে বেঁচেছেন,
এই তো।
তবে এঁরা কেউ অর্থের জন্য বাঁচেন নি-
অর্থ নিয়ে বেঁচেছেন,
এই তো।
No comments:
Post a Comment