তোমার
আসার পথে আলো ধরিনি,
অভিমান করেছিলে।
আমি জানতাম তুমি না বুঝে এসেছ।
এসে বুঝলে। লজ্জা পেলে।
এসো, আমি তোমার যাওয়ার পথে আলো ধরে।
নি:সঙ্কোচে যাও, লজ্জাহীন হয়ে।
এরকম হয়েই থাকে।
অভিমান করেছিলে।
আমি জানতাম তুমি না বুঝে এসেছ।
এসে বুঝলে। লজ্জা পেলে।
এসো, আমি তোমার যাওয়ার পথে আলো ধরে।
নি:সঙ্কোচে যাও, লজ্জাহীন হয়ে।
এরকম হয়েই থাকে।
No comments:
Post a Comment