Tuesday, August 19, 2014

ঘুণপোকা

বুকের তলায় ঘুণ ধরাচ্ছে যে কথাগুলো,
তাদের বাইরে নিয়ে এসো,
খোলো বন্ধ দরজা মাঝে মাঝে।
যে কথাগুলোর সাথে কথা বলো দিনরাত,
ওরা দরজার আড়ালে কান পেতে থাকে,
তাদের অন্যের সাথেও কথা বলতে দাও,
দেখো যারা বুকের উপর চেপে থাকত
তারাই ছড়ানো বালির মত
উড়ে যাবে হাওয়ায়।
আলোর উজ্জ্বলতা হঠাৎ যাবে বেড়ে,
ফুলের রঙ হবে আরো রঙীন,
কারণ তুমি ঘর ঝেড়েছ নতুন করে।

No comments:

Post a Comment