Tuesday, August 5, 2014

প্রতিবাদী

একজন লোক প্রতিবাদ করত।
খুব প্রতিবাদ করত
কারণ, প্রতিবাদ করার দরকার ছিল।
তারপর সে আরো প্রতিবাদ করল,
কারণ তাতেই তার শান্তি এখন।
প্রতিবাদ করাকেই দায়িত্ব বুঝে নিল।
সবাই বলল, কি প্রতিবাদী, কি ব্যতিক্রমী!

অনেকে তার অনুগামী হল,
আমিও হলাম।
খুব ভীড়। নাগালই পাই না।
একদিন পেলাম।
চুপিচুপি জানতে চাইলাম,
 
অনেক কিছু জোগাড় করেছি একা,
কি ভাবে করব শুরু?
তিনি ভুরু কুঁচকে তাকালেন, কি করবে শুরু?
বললাম, গড়া।
হেসে উঠলেন হো হো করে।
বললেন, বোকা।
ঘাবড়ে গেলাম, তবে?
বললেন, করো প্রতিবাদ!

No comments:

Post a Comment