আমার হৃৎকমলে অনেক ফুলের রেণু।
তাদের আদরে অভিমানে ক্ষমায়
সমৃদ্ধ আমার প্রাণ, আমার প্রেম।
আমার হাসি কান্না কবিতা নীরবতায়
শুধুই তারা, নানা রঙের রেণু-
আমার বন্ধুরা।
ক্ষণে ক্ষণে নিষিক্ত হৃদয় আমার
নানা অভিজ্ঞতায়।
তাদের আদরে অভিমানে ক্ষমায়
সমৃদ্ধ আমার প্রাণ, আমার প্রেম।
আমার হাসি কান্না কবিতা নীরবতায়
শুধুই তারা, নানা রঙের রেণু-
আমার বন্ধুরা।
ক্ষণে ক্ষণে নিষিক্ত হৃদয় আমার
নানা অভিজ্ঞতায়।
আমি মুগ্ধ, আমি কৃতজ্ঞ
আমি নতজানু সামনে সবার
হে ঈশ্বর, জানি তুমিই
নানা বেশে সম্মুখে আমার।
আমি নতজানু সামনে সবার
হে ঈশ্বর, জানি তুমিই
নানা বেশে সম্মুখে আমার।
শেষে মৃত্যু নিতে আসবে জানি,
তবু বিশ্বাস রাখি পুনর্জন্মে।
তবু বিশ্বাস রাখি পুনর্জন্মে।
যে অবিশ্বাসী প্রাণে
পৌঁছাতে ব্যর্থ হল আমার ভালবাসা,
আমি লজ্জিত, অতৃপ্ত সেথায়।
পৌঁছাতে ব্যর্থ হল আমার ভালবাসা,
আমি লজ্জিত, অতৃপ্ত সেথায়।
হে প্রভু পাঠিয়ো আবার,
হয় তো সেই বারে পৌঁছাবে হৃদয় আমার
সরিয়ে সংশয় আঁধার তার-
হয় তো সেই বারে পৌঁছাবে হৃদয় আমার
সরিয়ে সংশয় আঁধার তার-
এ আমার প্রাণান্ত অঙ্গীকার।
No comments:
Post a Comment