Monday, August 11, 2014

একসাথে

বন্ধু বলল, ঘুরে আসবি?
বর্ষার বেলা, মেঘলা আকাশ,
দারুণ প্রস্তাব।
বললাম চল, উঠলাম বাইকে-
এক অকাজ থেকে আরেক অকাজে।

বাজার দোকান রাস্তা পুকুর আকাশ গলি
মানুষ গরু কুকুর বেড়াল
সাইকেল বাস লরি কত রকম গাড়ি
সামনে পাশে, এদিক ওদিক, এলো গেলো।
আরো এগোলাম।

কেউ ব্যস্ত, কেউ হাল ছেড়ে,
কেউ আধ পুকুরে তো পাড়ের ধারে,
কেউ ছুটছে, কেউ বসে,
 
কেউ দাঁড়িয়ে, কেউ হাঁটছে।

আমি দেখছি, হাজার জীবনে এক সুর, বলছে-
"তবু বেঁচে আছি তো।"
আবার দেখছি একই প্রাণে হাজার সুর, গাইছে-
"মেলাতে চাইছি তো।"

প্রাণ ভরে এলো,
চোখ ভিজে গেল,
বুক নত হল।

এই জনসমুদ্রে আমিও আছি-
ভাসছি, সাঁতরাচ্ছি, খাবি খাচ্ছি,
আবার ভাসছি -
সাঁতরাতে সাঁতরাতে আকাশটা দেখছি,
দেখছিই তো!
এই তো বেশ।


সবার সাথে, এক সাথে।

No comments:

Post a Comment