শরীরকে মনের হাত ধরতে দিই না,
বরং মনকে বলি শরীরের হাত ধরো।
বরং মনকে বলি শরীরের হাত ধরো।
মনকে বুদ্ধির হাত ধরতে দিই না
বরং বুদ্ধিকে বলি মনের হাত ধরো।
বরং বুদ্ধিকে বলি মনের হাত ধরো।
বুদ্ধিকে বলি একা ভেবো না,
কয়েক ধাপ নেমে হৃদয়ের সাথে কথা বলে নিও।
কয়েক ধাপ নেমে হৃদয়ের সাথে কথা বলে নিও।
হৃদয়কে লাভের হিসাব করতে দিই না
বলি, কি সে ভাল হয় বলো।
বলি, কি সে ভাল হয় বলো।
No comments:
Post a Comment