আমায় বিশ্বাস কোরো না,
জানি না সে বিশ্বাস আমি
রাখতে পারব কি না।
তার চাইতে পাশে থেকো,
যাতে আমি বিশ্বস্ত হতে শিখতে পারি।
জানি না সে বিশ্বাস আমি
রাখতে পারব কি না।
তার চাইতে পাশে থেকো,
যাতে আমি বিশ্বস্ত হতে শিখতে পারি।
আমার গোলাপের রঙ লাল,
তবু জানি কাল ও ফিকে হয়ে যাবে
বিচ্ছিরি লাগবে পড়ন্ত রোদ্দুরে।
তার চাইতে তুমি একটা কবিতে লিখে দিয়ো
আমি মাথার বালিশের কাছে রাখব,
শিখব কি করে নিজের ভাষায়
ভালবাসা প্রকাশ করা যায়,
যা সন্ধের পর, রাত গড়িয়ে, বছর পেরিয়েও
থাকে তাজা চুমুর মত।
তবু জানি কাল ও ফিকে হয়ে যাবে
বিচ্ছিরি লাগবে পড়ন্ত রোদ্দুরে।
তার চাইতে তুমি একটা কবিতে লিখে দিয়ো
আমি মাথার বালিশের কাছে রাখব,
শিখব কি করে নিজের ভাষায়
ভালবাসা প্রকাশ করা যায়,
যা সন্ধের পর, রাত গড়িয়ে, বছর পেরিয়েও
থাকে তাজা চুমুর মত।
তুমি এসো না গো,
আমি যে অপেক্ষা করছি,
অপেক্ষাটা আমি শিখে গেছি,
জানো!
আমি যে অপেক্ষা করছি,
অপেক্ষাটা আমি শিখে গেছি,
জানো!
No comments:
Post a Comment