Wednesday, December 20, 2023

নেটলীলা প্রসঙ্গ


 

যাহা শুনিবে রিলে

যাহা পড়িবে ফেসবুকে

যাহা দেখিবে ইনস্টায়

যাহা জানিবে এক্স- এতে


জেনো তাহা সর্বৈব সদা সত্য নয়

দুর্মতির মিথ্যাজাল ইতিউতি রয়

তোমারে ছলিতে এ মায়াময়ধাম

শুন সাধু সাবধান, সরল বিশ্বাসে বিধি বাম


ভালো করি ভাবি দেখো

খোঁজ যুক্তিপূর্ণ সঙ্গতি

বুদ্ধিমানের অন্বেষণে জাগে

   মতিমানের বেসাতি


পূর্ব যুগে হরিনামে

কিম্বা যোগে, ধ্যানে

সিদ্ধ হইত নরনারী

শাস্ত্রজ্ঞানী জানে


এই যুগে ধর্মের বেশে

  ইন্টারনেটে আসি

কুধর্ম ফিরিছে দেখো 

     মানবধর্ম নাশি


শাস্ত্রে শুনি

দুর্যোধনের আমন্ত্রণ ত্যাগি

কৃষ্ণ যান বিদুর-বাটি

শুদ্ধ অন্ন লাগি


কিন্তু AI নির্মিত কৃষ্ণ

  ছাড়ি বিদুরেরে

   দুর্যোধনের প্রাসাদে যায়

        ভক্ত পড়ে ঘোরে 


AI নির্মিত বুদ্ধ

ত্যাজে আম্রপালি

রাজনীতি ইত্যাদিতে

  বড়ই কুতুহলী


AI নির্মিত রাম

ত্যাজি বনবাস 

হুঙ্কার দিয়া ফিরিতেছে

তুলসীদাসের মনে ত্রাস


কোনোরূপ প্ররোচনায়

কিম্বা উদ্বেগে 

নেট অফ করি দিয়া

রুধো আবেগ সম্বেগে


রাজনীতি ও ধর্ম

বড় সংবেদনা

এদিক-ওদিকে হইলেই

দেয় বড়ই যাতনা


কুচক্রী, কুমতি যত

আছে ধরাধামে

ইন্টারনেট কিনিয়াছে

না জানি কি দামে


হও সাধু সাবধান

হও ভাবী কালযামী

শান্তি, মৈত্রী, করুণায়

হও সত্য পথগামী


যেইজন শান্তি, মৈত্রীর

বাণী লাগি জাগে

ভবিষ্যৎ কালে তার

অমৃত সুখ জাগে


কলিযুগ সত্যযুগ

মধ্যে নেট-যুগ

ক্ষান্তি ধরো সাবধানী

না বাড়ায়ো হুজুগ


সৌরভ শর্মা ঘোষে

কালের গতিফাঁদ

বুঝ বুঝ এইবেলা

না ঘটিও পরমাদ


( ছবি - গুগুল)

No comments:

Post a Comment