Tuesday, December 12, 2023

ভয়

বড় অন্ধ অভিভাবকত্ব চারদিকে

স্তব্ধ ফেনিল শব্দে গড়া বাক্য

   কয়েক পা এগিয়ে ক্লান্ত

       অর্থশূন্যতার ভারে 

একটা অস্বাস্থ্যকর সহনশীলতা শুধু

       কুকুরের মত নিশ্চিন্তে ঘুমাচ্ছে

                     মাঝরাস্তায় 


উদ্বিগ্ন আমি, তুমি 

      ওরা, আমরা 


         সবাই 


আস্থা হারানো 

সতর্ক বিশ্বাসে বাঁধা সেতু 

   পার হতে হচ্ছে অহর্নিশি 

     ভয়, ভয় আর ভয়

No comments:

Post a Comment