বড় অন্ধ অভিভাবকত্ব চারদিকে
স্তব্ধ ফেনিল শব্দে গড়া বাক্য
কয়েক পা এগিয়ে ক্লান্ত
অর্থশূন্যতার ভারে
একটা অস্বাস্থ্যকর সহনশীলতা শুধু
কুকুরের মত নিশ্চিন্তে ঘুমাচ্ছে
মাঝরাস্তায়
উদ্বিগ্ন আমি, তুমি
ওরা, আমরা
সবাই
আস্থা হারানো
সতর্ক বিশ্বাসে বাঁধা সেতু
পার হতে হচ্ছে অহর্নিশি
ভয়, ভয় আর ভয়
No comments:
Post a Comment