প্রাণে শুধু সুখ না, বিষও জন্মায়। রাগের তাপে বিষের ঢাকা খোলে। উপুড় করে। মাথার মধ্যে এসে জমে। বিন্দু বিন্দু। তারপর মুখে, ঠোঁটে, জিভে, চাহনিতে, বাক্যে এসে জমে।
একটা, “হ্যাঁ”-এর অপেক্ষায়।
তারপর সব বিষাক্ত।
যদি বলো, “না”।
ফিরতে চায় না।
প্রশ্ন করে। স্পর্ধা দেখায়! বলে, তবে ডেকেছিলে কেন?
যদি বলো, তাকিয়ে দেখো দশদিকে, সব কেমন ভালো। সুন্দর। স্নিগ্ধ।
সে বলতে পারে, কাপুরুষ। ভীতু।
চুপ করে থাকার পর,
সে হাতের তলা, পায়ের তলা, ঘাড় বেয়ে নামতে থাকে। মাটিতে, বাতাসে মিশে যায়। পৃথিবী তো সর্বসংহা। সব শুষে নেয়।
মাথার উপর জাগে চন্দ্রমৌলি। শান্ত। স্নিগ্ধ। মধুর। চারদিকে জেগে ওঠে কঠিন কৈলাস।
কঠিন।
কিন্তু বিষাক্ত নয়।
(ছবি - গুগল)
No comments:
Post a Comment