Thursday, January 18, 2024

বইমেলায় গোঁসাই

    ‘গোঁসাই’ বই হয়ে আসছে, খোয়াবনামা প্রান্তজনের কথা জানিয়েছিলেন “বাদল দেখ ডরি” শিরোনামের লেখাটা পোস্ট করে। 


      আজ ‘গোঁসাই’ যখন বই মেলায় এলেন, সেদিনও বাদলকে সঙ্গে করেই নিয়ে এলেন। 


      বাদলের সঙ্গে ভালোবাসার এক নিবিড় সম্পর্ক। বৈষ্ণব কবিদের পদে বাদলের তাই এত রূপ। এত দর্শন। চেনা আর অচেনা জগতের মধ্যে এসে দাঁড়ায় বাদল ছায়া। বাদলের সঙ্গে গোঁসাইয়ের যোগ নিবিড়। গোঁসাইয়ের চিত্তে ভাবের আলপনা আঁকে কে মেঘমল্লারে। গোঁসাই সুরে-কথায় বিহ্বল হয় সে কথা জানাতে চায় রসিকজনকে। কথা আর ভাবের মিলন হয় অশ্রুতে, আনন্দে। একতারায় ওঠে সুর। শান্তি নামে প্রাণে।


     ‘গোঁসাই’ এর কাছে যাওয়া যাবে কিভাবে? খোয়াবনামা জানাচ্ছেন, দু নাম্বার গেট দিয়ে ঢুকে, মুক্তমঞ্চের পাশেই। স্টল নাম্বার ১৬৬। 


     নমস্কার জানবেন। ভালো থাকবেন। 


(ছবিগুলোর জন্য কৃতজ্ঞতা Debasish Bose, Joydeep Ghosh, Tanmay Bepari Shawon এর কাছে। ❤️)

No comments:

Post a Comment