সহজ অথচ শক্তিশালী বাংলা আমরা বলতে পারছি না কেন?
যে ধমকায়। সে হিন্দিতে এত খারাপ শব্দ বলে কেন?
যে জ্ঞানের কথা বলে। সে ইংরেজিতে এত ভারী শব্দ বলে কেন?
কথায় কথায় এত খেই হারায় কেন? এত "কিন্তু" কেন? এত "মানে আর কি" কেন? এত "আসলে হচ্ছে" কেন? এত "স্পিডব্রেকার" কেন?
সহজ, অথচ শক্তিশালী ভাষা। মাতৃভাষা তো তেমনই না? মধুর অথচ চটচটে নয়। গরম কিন্তু তপ্ত লাভা নয়।
সহজ। অথচ শক্তিশালী। আমার ভাষা হোক। বাংলা ভাষা।
No comments:
Post a Comment