Saturday, January 27, 2024

বইমেলায়

 আগামীকাল বইমেলায় 

    হাজার হাজার মানুষের ভিড়ে 

          আমিও হয় তো থাকতে পারি। 


যদি চলতে ফিরতে হয় দেখা, হই মুখোমুখি 

      বইয়ের ভিড়ে, বইয়ের ফাঁকে

                 "এই তো তুমি"

             এমন ভাবে তো ডাকতেই পারি। 


সাড়া দিতে হয় দিও

    নাও দিতে পারো


   তবু দেখা হওয়ার প্রত্যাশা তো করতেই পারি।

No comments:

Post a Comment