আমন্ত্রণ এসেছিল গতকাল বইটির প্রকাশের দিন উপস্থিত থাকার জন্য। যেতে পারিনি, তার জন্য আন্তরিক দুঃখিত। কর্তব্য সামলে পৌঁছানো অনেক জায়গাতেই হয়ে ওঠে না। তার জন্য সত্যিই ক্ষমাপ্রার্থী।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা শিবশঙ্করবাবুকে, আমার লেখাটাকে এমন সব খ্যাতনামা লেখকদের মধ্যে স্থান দেওয়ার জন্য। আর নবনীতা সিংহ রায় আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সবটুকুর জন্য। অনেক অনেক শুভেচ্ছা রইল।
No comments:
Post a Comment