Friday, January 19, 2024

অপ্রচলিত প্রেম



 আমন্ত্রণ এসেছিল গতকাল বইটির প্রকাশের দিন উপস্থিত থাকার জন্য। যেতে পারিনি, তার জন্য আন্তরিক দুঃখিত। কর্তব্য সামলে পৌঁছানো অনেক জায়গাতেই হয়ে ওঠে না। তার জন্য সত্যিই ক্ষমাপ্রার্থী। 


     অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা শিবশঙ্করবাবুকে, আমার লেখাটাকে এমন সব খ্যাতনামা লেখকদের মধ্যে স্থান দেওয়ার জন্য। আর নবনীতা সিংহ রায় আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সবটুকুর জন্য। অনেক অনেক শুভেচ্ছা রইল।

No comments:

Post a Comment