Sunday, February 25, 2024

মার্কেটিং

সন্ন্যাসী গাড়ি থেকে নামলেন। পঞ্চাশটা কম্বল বিতরণ করলেন গরীবদের মধ্যে। যাদের মধ্যে ঈশ্বর। যাদের মধ্যে দিয়েই তাঁর মুক্তি পাওয়ার রাস্তা, তাদের হাতে তুলে দিলেন। গাড়িতে উঠলেন। এসিটা বাড়ালেন। বয়েস হচ্ছে। কোলেস্টেরল, প্রেশার, ওজন সবটাই ঊর্ধ্বগামী। আশ্রমে পৌঁছালেন। দানের সবটুকু আনন্দ ধ্যানে স্মরণ করলেন। ঈশ্বরের সামনে রাখলেন। ঈশ্বর প্রসন্ন হলেন। মুক্তির দিকে একধাপ এগিয়ে দিলেন। নরম গেরুয়া চাদরে শুলেন, গেরুয়া বালিশে মাথা রেখে। ঘুমে ডুবে গেলেন। এসিটা বাইশে করা। বাইরে তুমুল বৃষ্টি পড়ছে। 


        এদিকে চটি কেউ পরে না। চটির দাম কমিয়ে নর্মচর্ম কোম্পানি বিশাল অফারে চটি বাজারে নিয়ে এলো। মার্কেটিং অফিসার গলদঘর্ম। আজ অন্তত পঞ্চাশটা বিক্রি করতেই হবে। বিক্রি হল। তিনি গাড়িতে উঠলেন। ডিম্যাণ্ড আর সাপ্লাইয়ের সুক্ষ্ম রাস্তায় চলতে চলতে প্রেশার, সুগার, কোলেস্টেরল, ওজন সবই ঊর্ধ্বগামী। এসিটা অন করে বাড়িয়ে দিলেন। আজকের রিপোর্টটা জমা দিলে প্রোমোশন পাক্কা। বাড়ি এসে কম্পিউটার অন করলেন। রিপোর্ট তৈরি করে পাঠিয়ে দিলেন হেড অফিস। প্রোমোশানের দিকে আরেকধাপ এগিয়ে গেলেন। নরম বিছানায় শুলেন। এসিটা বাইশে করা। বাইরে তুমুল বৃষ্টি পড়ছে।

No comments:

Post a Comment