তুমি পূর্ণিমাতে অমাবস্যা খোঁজ
আগুন জ্বেলে খোঁজ অন্ধকার।
নিজের বিশ্বাসগুলোর সাথেই নও বিশ্বস্ত।
মুখের চেয়ে ভরসা রাখো মুখোশে।
তবু কি অহংকার তোমার!
অপ্রিয় কথা বলতেই পার অনায়াসে।
নিজের দুর্বলতা ঢাকতে অন্যের দুর্বলতা খোঁজ
আগুন জ্বেলে খোঁজ অন্ধকার।
নিজের বিশ্বাসগুলোর সাথেই নও বিশ্বস্ত।
মুখের চেয়ে ভরসা রাখো মুখোশে।
তবু কি অহংকার তোমার!
অপ্রিয় কথা বলতেই পার অনায়াসে।
নিজের দুর্বলতা ঢাকতে অন্যের দুর্বলতা খোঁজ
সন্দেহের অন্ধকারে চোরের মত।
তবু শেষরক্ষা হয় না।
আবার খোঁজ নতুন শিকার।
নিরুপায় তুমি।
অভ্যাসকে করেছ স্বভাব।
তারপর?
তবু শেষরক্ষা হয় না।
আবার খোঁজ নতুন শিকার।
নিরুপায় তুমি।
অভ্যাসকে করেছ স্বভাব।
তারপর?
No comments:
Post a Comment