Sunday, December 24, 2023

মায়েস্ত্রো


ব্র‍্যাডলি কুপার পরিচালনায়। অভিনয়ে। প্রযোজনায় স্পিয়েলবার্গ, মার্টিন স্কোরসেসে প্রমুখেরা। আমার দেখতে দেখতে মনে হল, একে কি মাষ্টারপিস বলা যায়? অভিনয়ে? না পরিচালনায়? আমার মনে হল যেন বলা যায়। উদ্দাম যৌনতার দৃশ্য নেই, কথায় কথায় "ফাক-ফাকান্ত" নেই, বন্দুক গোলাবাজি নেই, থ্রিল নেই। আছে কি? 

       একজন বিখ্যাত দম্পতির গল্প। দুজন সৃষ্টিশীল মানুষের গল্প। সৃষ্টির উন্মাদনায় উত্তাল ছিন্নভিন্ন হয়ে যাওয়া দুটো মনের গল্প। ভালোবাসার গল্প। যে ভালোবাসা নানা ধারায় বিচ্ছিন্ন হয়ে নিজের সামাজিক, আত্মিক, পারিবারিক পরিচয়কে বারবার প্রশ্নের মুখে দাঁড় করায়, তার গল্প। সিনেমার মূলে আছে সঙ্গীত। সঙ্গীত আর জীবন যেখানে এক। 

    সামনে বড়দিন আসছে। নতুন বছর আসছে। মানে হাতে কিছুটা সময় আছে হয় তো অনেকের। দেখতে পারেন। হয় তো এই বছরের শ্রেষ্ঠ সিনেমাটা দেখলাম। অবশ্যই আমার একান্ত ব্যক্তিগত মত। দেখা যাবে নেটফ্লিক্সে। যদি একটাও অস্কার পায়.... আশা রাখলাম।



No comments:

Post a Comment