অন্য কেউ না
আমিই দেখে চলেছি আমাকে
গ্রীষ্ম বর্ষা
শীত বসন্ত
কথার ভিড়। কথা শূন্যতা।
হিংসা। রাগ। অভিমান।
ভালোবাসা। ভয়। মান। অপমান।
আমিই সাক্ষী আমার। একা।
তবু একা হই। সঙ্গী খুঁজি।
যে সাক্ষী হবে আমার সঙ্গে আমার।
হয় না।
অনুভবের সীমারেখা থাকে
সাক্ষী হই সে সীমারেখার
তখন নতুন একাকীত্ব
বিগত একাকীত্বকে
ফিরে পাওয়ার একাকীত্বকামী
আরেক একাকীত্ব
বিষণ্ণ সে
সে বিষণ্ণতারও সাক্ষী আমি
দীর্ঘ আত্ম-পরিক্রমণের পর
একদিন ছুটি চাই
আর নিজের সাক্ষী না
এই অতন্দ্র প্রহরীপনা থেকে মুক্তি চাই
অন্ধকার শূন্য গহ্বরের দিকে দু হাত তুলে জিজ্ঞাসা করি
কেউ আছ?
আমার এই অতন্দ্র ক্লান্ত সাক্ষী থাকার
সাক্ষী?
করুণা হয় না?
যদি থাকো কেউ
আমার এ যুগান্তরের সাক্ষী থাকার সাক্ষী
তবে সে-ই হবে তোমার পরম করুণা
কেউ কি আছ?
আবার সাক্ষী হই
এ কাঙালপনার
যে করুণাকামী
নিজের প্রতি করুণ হই
বুঝি
যে সাক্ষী
আর যার সে সাক্ষী
তারা দুই নয়
একই পাখির ছায়া
আরেকটা পাখি
উপনিষদের দ্বা সুপর্ণা
No comments:
Post a Comment