Sunday, January 14, 2024

একলা আসে না

রোদ একলা আসে না।

তুচ্ছাতিতুচ্ছকেও আলোকিত করে আসে। 


ভালোবাসা একলা আসে না। 

তুচ্ছাতিতুচ্ছকেও আগলে ঘিরে বসে। 


রোদ তো শুধু আকাশে ধরে না।

সে মাটি ধুলো জল 

  বাছবিচার না বাসে। 


স্নেহ তো শুধু নিজেতে ধরে না

মান-অপমান সব ছাপিয়ে 

      দশ-দিগন্তে ভাসে।

No comments:

Post a Comment