সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
রোদ একলা আসে না।
তুচ্ছাতিতুচ্ছকেও আলোকিত করে আসে।
ভালোবাসা একলা আসে না।
তুচ্ছাতিতুচ্ছকেও আগলে ঘিরে বসে।
রোদ তো শুধু আকাশে ধরে না।
সে মাটি ধুলো জল
বাছবিচার না বাসে।
স্নেহ তো শুধু নিজেতে ধরে না
মান-অপমান সব ছাপিয়ে
দশ-দিগন্তে ভাসে।
No comments:
Post a Comment