Saturday, May 17, 2014

লক্ষ্যভেদ

অনেক শাসিয়েছ তো! 
অনেক ভুলও বুঝিয়েছ।
আর কেন?!
এবার আমায় ছাড়।
আমায় আমার মত ভুল করতে দাও।
তুমি থাক দূরে।
সেই কবে থেকে শাসন করার অজুহাতে
মাথায় ঢুকিয়েছ তোমার আজগুবি মতাদর্শ।
আর না।
এখন আমার খোঁজার পথ।
পাওয়ার পথে অনেক হেঁটেছি তোমার ইঙ্গিতে।
আর না।
কি খুঁজব?
তাকেই - যাকে খোঁজার শেষেই মেলে,
খোঁজার আগেই
মিথ্যা পাওয়ার ভাণে না।
শেষে সব হবে ব্যর্থ?
তাই হোক।
মরীচিকা না পাই মরুভূমি তো পাব।
মরব?
না হয় মরেই হব মরুদ্যান তাতে।
ক্লান্ত পথিক পাবে জল।
আমি ধন্য হব।

No comments:

Post a Comment