সরে যাও।
আমি বাইরে যাব।
একাই যাব।
আমার কান্নাগুলোকে ছড়িয়ে আসি ক্ষেতে।
ভয়গুলোকে পুড়িয়ে আসি নেড়াপোড়ার মত।
আমি একলাই যাব।
সব অপমানগুলো বুকের তলা থেকে খুঁড়ে
রামধনু আঁকব।
তারপর তোমার কাছে ফিরে আসব।
যদি চাও খেলব,
না হলে একলাই গাছতলায় বসে
আমের আঁটির ভেঁপু বানাব।
বাজাব নিজের মত করে,
যতক্ষণ না তুমি ডাক।
আমি বাইরে যাব।
একাই যাব।
আমার কান্নাগুলোকে ছড়িয়ে আসি ক্ষেতে।
ভয়গুলোকে পুড়িয়ে আসি নেড়াপোড়ার মত।
আমি একলাই যাব।
সব অপমানগুলো বুকের তলা থেকে খুঁড়ে
রামধনু আঁকব।
তারপর তোমার কাছে ফিরে আসব।
যদি চাও খেলব,
না হলে একলাই গাছতলায় বসে
আমের আঁটির ভেঁপু বানাব।
বাজাব নিজের মত করে,
যতক্ষণ না তুমি ডাক।
No comments:
Post a Comment