লোকটা দূরের দিকে তাকিয়ে চলত।
দেখল না পায়ের কাছেই ম্যানহোল ছিল।
সারা বছর শীতের পোষাক জমাল।
বুঝল না শীত পার হয়ে বসন্তও বিদায়ের পথে।
নদী পার হবে বলে নৌকা কিনল।
আজ নৌকার জন্যেই তার পাড়ে ওঠা হল না।
আজ ওর সাথে কথা বলব বলে ওর বাড়ি গেলাম।
ও জানলই না আমি এসেছিলাম।
আমার জুতোজোড়া ডাস্টবিনে ফেলতে গেল।
আমি ডাকলাম।
ও আকাশের দিকে তাকিয়ে মুখ নামাল।
আমি একাই ফিরে এলাম খালি পায়ে।
দেখল না পায়ের কাছেই ম্যানহোল ছিল।
সারা বছর শীতের পোষাক জমাল।
বুঝল না শীত পার হয়ে বসন্তও বিদায়ের পথে।
নদী পার হবে বলে নৌকা কিনল।
আজ নৌকার জন্যেই তার পাড়ে ওঠা হল না।
আজ ওর সাথে কথা বলব বলে ওর বাড়ি গেলাম।
ও জানলই না আমি এসেছিলাম।
আমার জুতোজোড়া ডাস্টবিনে ফেলতে গেল।
আমি ডাকলাম।
ও আকাশের দিকে তাকিয়ে মুখ নামাল।
আমি একাই ফিরে এলাম খালি পায়ে।
No comments:
Post a Comment