Wednesday, June 18, 2014

তোর জন্যে

আমার সারাটা আকাশ তোকে দিলাম
তুই ওড়।
আমার গোটা হৃদয় তোকে দিলাম
তুই ঘুমা।
আমার সবটা শক্তি তোকে দিলাম
তুই ওঠ।

দে আমায় তোর সারা জীবনের কান্না
আমি সাগরে মেশাব।
দে আমায় তোর সারা জীবনের বিষ
আমি গলায় রাখব।
দে আমায় তোর সারা জীবনের স্বপ্ন
আমি দুচোখে রাখব।

তুই বাঁচ।
আমিও বাঁচি।
তুই ফিরে আয়।
আমিও বসি। 

No comments:

Post a Comment