আর কিছু না, আর কিছু না
মনকে বোঝাও।
রামকেও না শ্যামকেও না
যদুকেও না মধুকেও না।
মনকে বোঝাও।
মন বুঝলে জগৎ পাবে
না বোঝালে সব হারাবে।
মনকে বোঝাও।
হিসাব কিতাব মিলবে না রে
অভিযোগ কেউ শুনবে না রে
মনকে বোঝাও।
মিটবে জ্বালা মন বুঝলে
পুড়বে নিজেই না বোঝালে
মনকে বোঝাও।
মনের ঘোরে সবই কালো
মনের আলোয় সবই আলো
মনকে বোঝাও।
যুক্তির সাথে ধৈর্য মানো
আবেগ ঘোড়ার রাশটি টানো
মনকে বোঝাও।
মন বুঝলে সেই ভগবান
না বুঝলে পাজি শয়তান
মনকে বোঝাও।
আর কিছু না, আর কিছু না
রামকেও না শ্যামকেও না
মনকে বোঝো
মনকে বোঝাও।
মনকে বোঝাও।
রামকেও না শ্যামকেও না
যদুকেও না মধুকেও না।
মনকে বোঝাও।
মন বুঝলে জগৎ পাবে
না বোঝালে সব হারাবে।
মনকে বোঝাও।
হিসাব কিতাব মিলবে না রে
অভিযোগ কেউ শুনবে না রে
মনকে বোঝাও।
মিটবে জ্বালা মন বুঝলে
পুড়বে নিজেই না বোঝালে
মনকে বোঝাও।
মনের ঘোরে সবই কালো
মনের আলোয় সবই আলো
মনকে বোঝাও।
যুক্তির সাথে ধৈর্য মানো
আবেগ ঘোড়ার রাশটি টানো
মনকে বোঝাও।
মন বুঝলে সেই ভগবান
না বুঝলে পাজি শয়তান
মনকে বোঝাও।
আর কিছু না, আর কিছু না
রামকেও না শ্যামকেও না
মনকে বোঝো
মনকে বোঝাও।
No comments:
Post a Comment