তোমার চোখে জল।
জানি মনে পড়ছে তোমার।
আমারও মনে পড়ে।
আমার না থাকা শুধুই বাইরে
মনে রেখো-
যে বাইরেটা পাল্টায় দিন রাত।
আমার সারা শরীর পুড়েছে চিতায়
পোড়ে নি মন।
তুমি আছো তীব্র ব্যাথায়।
সে ব্যাথা অসীমের সাথে লীন
তোমায় আমায় ঘিরে।
আমি আছি।
নেই শুধুই কালের চক্রে।
যেখানে কিছুই নয় চিরন্তন।
জানি।
তবু আমার চোখে জল।
আমার বুকে -ঘরে- বাইরে শূন্যতা।
তুমি নেই।
আমার মন তোমায় মিশে
তোমার না থাকাটাই দেখে।
তীব্র ব্যাথায় আমিও আছি অপেক্ষায়-
আমার কেন্দ্রে তুমি সেই অসীমের দ্বার।
কবে খুলে দেবে দ্বার?
কালচক্রে আমিও হব শূন্য
তোমার সাথে মিশে।
জানি মনে পড়ছে তোমার।
আমারও মনে পড়ে।
আমার না থাকা শুধুই বাইরে
মনে রেখো-
যে বাইরেটা পাল্টায় দিন রাত।
আমার সারা শরীর পুড়েছে চিতায়
পোড়ে নি মন।
তুমি আছো তীব্র ব্যাথায়।
সে ব্যাথা অসীমের সাথে লীন
তোমায় আমায় ঘিরে।
আমি আছি।
নেই শুধুই কালের চক্রে।
যেখানে কিছুই নয় চিরন্তন।
জানি।
তবু আমার চোখে জল।
আমার বুকে -ঘরে- বাইরে শূন্যতা।
তুমি নেই।
আমার মন তোমায় মিশে
তোমার না থাকাটাই দেখে।
তীব্র ব্যাথায় আমিও আছি অপেক্ষায়-
আমার কেন্দ্রে তুমি সেই অসীমের দ্বার।
কবে খুলে দেবে দ্বার?
কালচক্রে আমিও হব শূন্য
তোমার সাথে মিশে।
No comments:
Post a Comment