আমি মাটি নই, আকাশ নই,
জলও নই, বাতাসও নই।
আমি মন।
আমার খুশী আছে,কান্না আছে,
আশা আছে, ভাঙা আশার টুকরোও আছে।
জগৎ ভাসে আমার বুকের ওপর।
আমি ভাঙলে সে ভাঙে,আমি থাকলে সেও।
আমি ঝরণা হয়েও সাগর হতে পারি।
পারি ঝড় হয়েও হতে বসন্ত ।
আমায় খুঁজেছে ঋষির ধ্যান, প্রেমিকের পাগলামি।
তবু আমি অনন্তের গহীনতম রহস্য।
আমায় জানলে তুমি নেই।
আমায় পেলে তুমি সেই।
জলও নই, বাতাসও নই।
আমি মন।
আমার খুশী আছে,কান্না আছে,
আশা আছে, ভাঙা আশার টুকরোও আছে।
জগৎ ভাসে আমার বুকের ওপর।
আমি ভাঙলে সে ভাঙে,আমি থাকলে সেও।
আমি ঝরণা হয়েও সাগর হতে পারি।
পারি ঝড় হয়েও হতে বসন্ত ।
আমায় খুঁজেছে ঋষির ধ্যান, প্রেমিকের পাগলামি।
তবু আমি অনন্তের গহীনতম রহস্য।
আমায় জানলে তুমি নেই।
আমায় পেলে তুমি সেই।
No comments:
Post a Comment