Thursday, June 5, 2014

অভিমান

আমার অভিমানগুলো সরিয়ে দাও।
আমি যেদিকে তাকাইনি কোনদিন
সে দিকেও ফিরব।
যে গান শুনিনি অবজ্ঞায়
সে গান শুনব আজ, তুমি আবার গাও।
হেঁটেছি অনেক, পৌঁছাইনি কোথাও।
আজ বসব সেই ঘরে,
যে ঘরের ছায়াকেও করেছি অবহেলা।
আমার মধ্যে আমি কই?
 
বুকের মধ্যে বারোয়ারী পাড়া।
তবে আর নয়।
 
আজ বেরোব আত্ম-অভিসারে।
খুঁজব সেখানেই
যেখানে হৃদয় কান্না বোঝে।
জানি না পাব কি না।
তবু খুঁজব -
পাই বা না পাই,
অভিমান হারাব।
কারণ অভিমান খুঁজতে জানে না।

No comments:

Post a Comment