মিথ্যা মিলের চেয়ে সত্যি
অমিল ভাল,
তাতে পাশাপাশি হাঁটা যায় অন্তত
হাতে হাত না রেখেও।
মিথ্যা প্রসংশার চেয়ে সত্যি নিন্দে অনেক বেশি স্বস্তির
অন্তত ধোঁয়াশায় জ্বালা করে না চোখ।
অনেককে নিয়ে চলার চেয়ে কাউকে কাউকে নিয়ে চলাই ভাল
অন্তত পৌঁছানো যায় কোথাও।
বাঁকা-চোরা, চড়াই-উতরাই পথে হাঁটতে অসুবিধা নেই,
সমস্যা হয় মরীচিকায়-কুয়াশায়।
ভালবাসার অভিনয়ের চেয়ে ভয়ংকর কি আছে?
তার চেয়ে বন্ধ থাক কথা
দেখা না হোক
দূরত্বে রাখি আস্থা,
থাকি একা-
অন্তত সন্দেহের চোরাবালিতে শ্লথ মরণের হাত
থেকে পাব রেহাই।
সেই ভাল
আমায় ছেড়ে দাও-
অন্তত আমার সাথে আমি থাকি
সত্যি সত্যি একা।
তাতে পাশাপাশি হাঁটা যায় অন্তত
হাতে হাত না রেখেও।
মিথ্যা প্রসংশার চেয়ে সত্যি নিন্দে অনেক বেশি স্বস্তির
অন্তত ধোঁয়াশায় জ্বালা করে না চোখ।
অনেককে নিয়ে চলার চেয়ে কাউকে কাউকে নিয়ে চলাই ভাল
অন্তত পৌঁছানো যায় কোথাও।
বাঁকা-চোরা, চড়াই-উতরাই পথে হাঁটতে অসুবিধা নেই,
সমস্যা হয় মরীচিকায়-কুয়াশায়।
ভালবাসার অভিনয়ের চেয়ে ভয়ংকর কি আছে?
তার চেয়ে বন্ধ থাক কথা
দেখা না হোক
দূরত্বে রাখি আস্থা,
থাকি একা-
অন্তত সন্দেহের চোরাবালিতে শ্লথ মরণের হাত
থেকে পাব রেহাই।
সেই ভাল
আমায় ছেড়ে দাও-
অন্তত আমার সাথে আমি থাকি
সত্যি সত্যি একা।
No comments:
Post a Comment