কে বলেছিল, "ভালোবাসো"
তুমি বললে, "কাব্য"
কে বলল, "মারো"
তুমি বললে, "বাস্তব"
কে বলেছিল, "ক্ষমা করো"
তুমি বললে, "হয় না"
কে বলল, "প্রতিশোধ"
তুমি বললে, "হয়"
কে বলেছিল, "প্রেমে থাকবে ত্যাগ"
তুমি বললে, "বোকা"
কে বলল, "প্রেম মানে সুখ"
তুমি বললে, "তাই তো"
কে বলেছিল, "হও শান্ত"
তুমি বললে, "কাপুরুষ"
কে বলল, "এই বন্দুক"
তুমি বললে, "বীর"
অথচ তুমি মন্দিরে সন্তানের জন্য
চাও সেইগুলোই যা নিজের জন্য চাইলে না।
চাইলে তোমার আজ আর প্রার্থনা করতে হত না।
তুমি বললে, "কাব্য"
কে বলল, "মারো"
তুমি বললে, "বাস্তব"
কে বলেছিল, "ক্ষমা করো"
তুমি বললে, "হয় না"
কে বলল, "প্রতিশোধ"
তুমি বললে, "হয়"
কে বলেছিল, "প্রেমে থাকবে ত্যাগ"
তুমি বললে, "বোকা"
কে বলল, "প্রেম মানে সুখ"
তুমি বললে, "তাই তো"
কে বলেছিল, "হও শান্ত"
তুমি বললে, "কাপুরুষ"
কে বলল, "এই বন্দুক"
তুমি বললে, "বীর"
অথচ তুমি মন্দিরে সন্তানের জন্য
চাও সেইগুলোই যা নিজের জন্য চাইলে না।
চাইলে তোমার আজ আর প্রার্থনা করতে হত না।
( 4th July. স্বামীজির তিরোধান দিবস )
No comments:
Post a Comment