Saturday, July 26, 2014

রাতের ট্রেন


এমনিতে ট্রেনে আমার ঘুম হয় না কোনকালেইরাতের ট্রেনপদাতিক এক্সপ্রেসউপরের বার্থে শুয়েস্লিপার ক্লাসমে মাস, ভীষণ গরমজেগেই আছিবিভিন্ন রকম শব্দ কানে কন্সার্ট তৈরি করে চলেছেরাতের ট্রেনে সব সময়ই একটা অন্য জগতের রোমাঞ্চকর অনুভূতি হত আগে আমারইদানীং আর হচ্ছে নাঅন্ধকারের মধ্যে এতগুলো ঘুমন্ত মানুষঅনেক কিছু ঘটতে পারে জেনেও চলেছে গন্তব্যেঅদৃষ্টকে আর হিংসার রাজনীতিকে তোয়াক্কা না করেই - 'হতে তো পারে অনেক কিছুই, তবু যাব'
     মাঝে মাঝেই খবরের কাগজে, টিভিতে দেখা ঘটনাগুলো আজকাল রাতের ট্রেনে চোখের সামনে ভীড় করে আসেযা ছোটবেলায় কেন, এই সেদিন অবধিও হত নাআগে মানুষ যত নিশ্চিন্তে ট্রেনের দুলুনিতে রাতের ঘুমে ডুবে যেতেন, আজ পারেন কি? মনে হয় নাজনবাহী ট্রেনের আগে যায় পাইলট ট্রেনকেন? না কিছু মানুষ তাদের প্রাণের বিনিময়ে নিজেদের আদর্শ স্থাপন করতে চাইতে পারে
     রেললাইনে রাখতে পারে বোম, কেটে রেখে যেতে পারে রেলপথমুখ থুবড়ে ছিটকে পড়বে বহু নিরীহ-প্রাণবাহী একটা যানরক্তাক্ত হবে চারপাশ, অসহায় কান্না উঠবে, আর্তনাদ উঠবেকিছু মানুষ বলবে," আমি আনন্দিত"

     আমার এরকম বিচিত্র এক বোকা বোকা (এখন ভাবলে লাগে, তখন লাগে নি) অভিজ্ঞতাই হল সে রাতে পদাতিকে এক্সপ্রেসে
     আমি আছি কূপের মধ্যে আপার বার্থেআমার উল্টোদিকে সোজাসুজি সাইড আপার বার্থে একটা বড় ব্যাগ রাখাঅথচ কাউকে দেখছি না অনেকক্ষণ হলআমার মনে হাজার সংশয় ঘোট পাকতে শুরু করলবোম নেই তো?
     নিজের উপর খুব রাগও হচ্ছিলকেন ভাবছি এসব? বোম কেন হতে যাবে? যত উপেক্ষা করতে যাই তত অস্থিরতা বাড়তে লাগল
     সংশয় আরো দ্বিগুণ হল তার কিছুক্ষণ পরযখন থাকতে না পেরে নীচের সীটের ভদ্রলোক জেগে আছেন দেখে ওনার কাছেই জানতে চাইলাম উপরের ব্যাগটা কার?
     তিনি বললেন ব্যাগটা যার তিনি প্রায় আধঘন্টার উপর হল সামনের বাথরুমে গেছেনএখোনো বেরোন নিখটকা লাগলসামনের বাথরুমে গিয়ে দেখি একটা চার্জার প্লাগে লাগানো আর তার তারটা বাথরুমের ভিতর চলে গেছেদরজা বন্ধ না ভেজানো বুঝলাম না
     আমার রীতিমত ঘাম দেওয়ার মত অবস্থাবাথরুমে কথা কেন? ভাবলাম একবার বন্ধুদের তুলে ঘটনাটা বলি, না হয় বোকাই বনবতারপর ভাবলাম থাকবরং হাঁটিআরেকটু দেখি
     দুটো কামরা পর কিছু ছেলেরা জটলা করে গল্প করছে দেখলামওদের কাছে গিয়ে দাঁড়ালামজানলাম ওরা দিনমজুরের কাজ করে বোম্বেতেউত্তরবঙ্গেই বাড়িফিরছেদু'জনের সীটে পাঁচ জনতাই ওরা গল্প করেই কাটাবে ঠিক করেছেএকজন বলল, "বস দাদা, ভুতের গল্প হচ্ছে, হেব্বি জমে গেছে।" আমি একটু বসেই উঠে আসলাম, ওদের কোন কথাই কানে ঢুকছে নাশুধু মনে হচ্ছে, কে হতে পারে? এতক্ষণ বাথরুমেই বা কেন? 
     ফিরে এসে দেখি বাথরুম ফাঁকাচমকে উঠলামতবে?! আমাদের কূপটার কাছে এসে দেখি, উনি ওনার সীটে শুয়ে আছেনআমি আমার বার্থে শুয়ে ওনাকে খেয়াল করতে লাগলাম
     প্রায় 'ফুট উচ্চতা হবে মানুষটারবয়স তা পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে হবেসাদা কুর্তা আর পায়জামা পরাধবধবে সাদা গায়ের রং, একমুখ দাড়িবাথরুমের কাছেই আমাদের সিটগুলো থাকায় দরজার কাছে জ্বালা আলো ওনার মুখে পড়ছিলএকটা রুমাল দিয়ে ঢাকলেন মুখটা
     দশ-বারো মিনিট পরেই আবার উঠলেনউঠেই পাশের ব্যাগ থেকে দুটো মোবাইল বার করলেনআবার নেমে বাথরুমের দিকে গেলেন
     আমার এবার সত্যিই বেশ ভয় লাগতে শুরু করেছেআমি ধীরে ধীরে নামলাম যাতে বন্ধুরা টের না পায়নেমে বাথরুমের কাছে গিয়ে দেখি সেই এক ছবি - চার্জে গোঁজা মোবাইলের তারমোবাইল ভিতরে
     আমার এবার মনে হল পুলিশকে জানানো দরকারসারা ট্রেনে একজন পুলিশও নজরে এল নাহাঁটতে হাঁটতে আবার সেই ছেলেগুলোর কাছে এসে পড়লামওরা আমার মুখ দেখে কিছু সন্দেহ করেছিল বোধহয়বলল, "কিছু প্রবলেম দাদা? টেনশানে আছেন মনে হচ্ছে?"
     আমি থাকতে না পেরে কিছুটা বললামওরা বলল, "ঠিক আছে দাদাআমরা জেগেই আছি, কিছু সমস্যা বুঝলেই বলবেন।" আমি "আচ্ছা" বলে আরো এগিয়ে গেলাম সামনের কামরাগুলোর দিকে 
     ঘুমন্ত ট্রেনঅকাতরে ঘুমিয়ে সবকি বিশ্বাসে - ভাগ্যে? না ভগবানে? না অসহায়ের মত 'যা ঘটছে ঘটুক আমরা কি করতে পারি গোছের আত্মসমর্পণ?' জানি না 
     একটা খোলা দরজায় এসে দাঁড়ালামগভীর রাতে বিস্তীর্ণ জনশূন্য মাঠের মধ্যে শতাধিক নিরীহ ঘুমন্ত মানুষ নিয়ে ছুটছে ট্রেনঅসহায়ের মত লাগছিলহয় তো কিছুই ঘটবে নাকিন্তু ঘটে তো এরকমভাবেইএক লহমায় শেষ হয়ে যায় সবপরের দিন কয়েক ঘন্টার জন্য শুধুই ব্রেকিং নিউজ আর উদ্বায়ী প্রতিয়াশ্রুতির ভিড়

     ফিরে এসে শুলামযা হয় হোক

     এন জি পি তে যখন নামলাম বেশ ক্লান্ত লাগছিলওভারব্রীজ দিয়ে উঠছিদেখলাম সামনে সেই ভদ্রলোকখুবই লজ্জা পেলামক্ষমা চাইলাম মনে মনে
তবু একটা যন্ত্রণা বিঁধেই রইল বুকের মধ্যেএভাবেই কি বাঁচব আমরা? আতঙ্কে, সংশয়ে, ভয়ে ভয়ে! মানুষের হাত থেকে মানুষকে পরিত্রাণ কে দেবে? কেউ কি দিতে পারে?
     জানি না, নাকি সেই আশ্বাস-
    "মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপমান মনে করি।"(সভ্যতার সংকট)

No comments:

Post a Comment