Tuesday, July 8, 2014

তোর তাতে কি?

শুধু কথায় চিঁড়ে ভেজে না,
নাই ভিজল।
এক মাঘেতে শীত যায় না,
নাই বা গেল।
কানা মামাই নাকি ভাল,
না হয় হল।
শূন্য গোয়াল তার চেয়ে ভাল?
একি কেলো!
কানা ছেলে পদ্মলোচন,
তোর তাতে কি?
কুঁজো যদি চিৎ হয়ে শোয়,
তোর ক্ষতি কি?
বুনো মোষ আমি তাড়াই,
বেশ করেছি।
পাকা ধানে মই দিবি আয়,
কিনে রেখেছি।
ধামা ধামা খই ভেজেছি,
আসবি নাকি?
স্বর্গে গেলেও তোকেই রে চাই
প্রাণের ঢেকি।

No comments:

Post a Comment