তুমি স্বপ্নে দেখো কালো ঘোড়া
টগবগিয়ে চিরছে তোমার বুক।
টগবগিয়ে চিরছে তোমার বুক।
তুমি স্বপ্নে দেখো লাল গোলাপ
তাদের রঙে রাঙা তোমার সুখ।
তাদের রঙে রাঙা তোমার সুখ।
তুমি স্বপ্নে দেখো সাদা পাহাড়
মরণ তোমার তার শৃঙ্গে লেখা।
মরণ তোমার তার শৃঙ্গে লেখা।
তুমি স্বপ্নে দেখো নীল সাগর
ডুবতে ডুবতে পরশ পাথর দেখা।
ডুবতে ডুবতে পরশ পাথর দেখা।
স্বপ্ন তোমার আরো অনেক আছে
সবার খবর আমি কি আর জানি।
সবার খবর আমি কি আর জানি।
অজান্তে যা
আসে মনের ঘরে
সেইটুকুকেই সবার মাঝে আনি।।
সেইটুকুকেই সবার মাঝে আনি।।
No comments:
Post a Comment