Monday, August 18, 2014

ঈশ্বরকে দেখে সামনা সামনি

আমি কাঞ্চনজঙ্ঘা দেখেছি
ভোরের আলোয়,
বিষ্মিত হয়েছি।

পুরীর সমুদ্র দেখেছি
পূর্ণিমার রাতে,
স্নিগ্ধ হয়েছি।

বনানীতে দু'চোখ ডুবেছে
বর্ষার জঙ্গলে,
তৃপ্ত হয়েছি।

রাতের তারাভরা আকাশ
কিম্বা বসন্তের লালাভ প্রান্তর
দেখেছি পলাশের আগুনে,
মুগ্ধ হয়েছি।


তবে সব ভুলিয়েছে
সব ছাপিয়ে
 
একটা শিশুর হাসিমুখের উপর
সরল দুটো চোখ।
আমার চোখের কোল ভরেছে
ঈশ্বরকে দেখে সামনা সামনি।

No comments:

Post a Comment