Tuesday, August 5, 2014

কেউ আছো?

বন্ধ হয়ে যাওয়া রাস্তাটার দিকে তাকিয়ে অনেকক্ষণ বসে ছিলাম।
পায়ে ঝিঁঝিঁ ধরে এলো। তবু উঠলাম না।
সন্ধ্যা হয়ে গেল। কেউ আছো?

মরা নদীটার চরে বসে বসে বিকাল হয়ে গেল,
কোমর টনটনিয়ে উঠল ব্যাথায়।
তবু ছিপ আর ভাঙা ডিঙি নিয়ে বসে থাকলাম।
রাত হয়ে এল। কেউ আছো?

1 comment:

  1. আমার অসম্ভব প্রিয় লেগেছে এই কবিতা... এই উপলব্ধিটাকে ভাষায় প্রকাশ করব সে ক্ষমতা আমার নেই, কেবল একটাই বলার - এ কবিতা এমন এক গভীর উপলব্ধির কবিতা যা আমার মর্মস্থল ছুঁয়ে গেল; এবং অতীত, বর্তমান এবং অনাহুত ভবিষ্যৎ জীবনের এক উপলব্ধ সত্যের পরিচয় দেয়...

    ReplyDelete