সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Saturday, August 30, 2014
সাধনায় ঈশ্বরলাভ হয় কি
না জানি না, অহং লাভ যে খুব হয় তার প্রমাণ বহুবার পেয়েছি।সাধনার বাঁধন বোধায় সংসার বাঁধন থেকেও শক্ত। প্রভু রক্ষা করো!
No comments:
Post a Comment