Friday, August 22, 2014

তার চেয়ে



সবাই বলল-
ওই শিউলি গাছটা উপড়ে ফেল,
 
ওখানে লাগাও আলফানসো আমের চারা,
খেয়ে বাঁচবে,
কি হবে শিউলি দিয়ে?

বাড়ির ছোট মেয়েটা খুব কাঁদল,
সে বোঝাতেই পারল না
কেন আমের চেয়ে শিউলিই তার বেশি প্রিয়।
কেউ শুনলো না। কাটা গেল গাছ।

মেয়েটা বড় হল।
ভালবাসল শিমূল কে,
যে ভাল গান গায়, ছবি আঁকে।
বাড়ির লোক বলল - না।
ঠিক হল হাজারী মাইনের ছেলে।


এবারও সে কাঁদল,
কেউ শুনলো না।
সে বোঝাতেই পারল না-
কেন টাকার চেয়ে মানুষটাই তার কাছে বেশি দামী।
মেনেই নিল।

যেমন শিউলির জায়গায় মেনেছিল
আলফানসো আম!


(ছবিঃ সুমন দাস)

No comments:

Post a Comment