Saturday, August 30, 2014

খোঁজ

হতে পারে তুমি খুব চালাক,
তবু দেখেছি, সব শেষে
একটা অতি-চালাক মনও খোঁজে
একটা বোকা হৃদয়ের আশ্রয়,

নিজের অজান্তেই।

No comments:

Post a Comment