Sunday, August 31, 2014

বোকাটা

নতুন পাঞ্জাবীটা পরার কথা অনেকেই বলল।
বলল,জন্মদিনে পরতে হয়, এটাই নিয়ম।

পারলাম না পরতে।

দু'জোড়া চোখের জন্য।

যে দুটো চোখ-
মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত আমার দিকে,
আর আশীর্বাদ নামতো আমার সর্বাঙ্গ ছেয়ে।

সে দুটো চোখ নেই আর।


মা কি কারো চিরকাল থাকে,
বোকাটা!

No comments:

Post a Comment